গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মে রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়ন সংক্রান্ত এক সভা গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে সভায় বেপজার চেয়ারম্যান আবুল কালাম মো. শফিউর রহমান, প্রকল্প কর্মকর্তা ফারুক আহমেদ, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সৈয়দ সামস-উল আলম হীরু, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে সহ জেলা প্রশাসন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার ও সাঁওতালদের বাপ-দাদার জমিতে ইপিজেড স্থাপন না করাসহ ৭ দফা দাবিতে আদিবাসী নেতাকর্মীরা ওই সভা বয়কট ঘোষণা করে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, মৃনাল কান্তি, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, প্রিসিলা মুরমু, শ্যামল হেমব্রম প্রমুখ।
আন্দোলনকারীরা যেকোনো মূল্যে ওই এলাকায় রংপুর ইপিজেড স্থাপন বন্ধের ঘোষণা দেন। প্রতিবাদ সমাবেশ থেকে আগামী ১৪মে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা করা হয়।