মমিনুল ইসলাম রিপন: গত দুই বছরে করোনায় কোথাও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করা হয়নি।এবার রংপুর কেন্দ্রীয় কারাগারে ৬ শিশুবন্দী মায়েদের সাথে আনন্দঘন পরিবেশে ঈদ করেছেন।এসব মা বিভিন্ন মামলায় হাজতি হিসেবে কারাগারে রয়েছেন।
কারাগারের সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কারাগারে বন্দী মায়েদের সাথে ৬ জন শিশু রয়েছে।এর মধ্যে ৩ জন ছেলে এবং ৩ জন মেয়ে ।সকলের বয়স ৬ বছরের নিচে।ঈদ উপলক্ষ্যে শিশুদের নতুন জামা, খেলনা দেওয়া হয়েছে। শিশুরা আনন্দের সাথে ঈদ উদযাপন করেছে। এছাড়াও কারাগারে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষ্যে বন্দীদের উন্নত মানের খাবারও প্রদান করা হয়।