বিজ্ঞপ্তি: রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার কিছু বাস বন্ধ থাকার বিষয়ে অদ্য ০৭/০৪/২০২২ তারিখ সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মেট্রোপলিটন পুলিশের সম্মানিত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), যুগ্মপরিচালক (এনএস আই), ডিজিএফআই প্রতিনিধি, সহকারী পরিচালক, বি আর টিএ মটর মালিক সমিতির নেতৃবৃন্দ, মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ জরুরি সভা আহবান করা হয়।দীর্ঘ আলোচনা শেষে মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং তারা অদ্য রাত ১০:৩০ সময় পর থেকে রংপুর থেকে ঢাকাগামী বন্ধ বাস চলাচলে সকলেই একমত হন।