আর্কাইভ  বুধবার ● ৭ জুন ২০২৩ ● ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   বুধবার ● ৭ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: তাপপ্রবাহ চলতে পারে আরও ৫ দিন       নীলফামারীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার       নীলফামারীতে শিহাব হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন       নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবসে পুরস্কার বিতরন       সৈয়দপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে কর্মশালা      

রংপুর মহানগর ছাত্র দলের সভাপতি গ্রেফতার

মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১, রাত ০১:১৫

মহানগর প্রতিনিধি:রংপুর মহানগর ছাত্র দলের সভাপতি নূর হাসান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার(৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর গুপ্তপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়,নূর হাসান সুমন দলীয় কার্যালয় থেকে বেড় হওয়া পর পুলিশ তাকে আটক করেন। পরে তাকে মেট্রোপলিটন কোতয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।তার বিরুদ্ধে থানায় ৬/৭ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

রংপুর মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম বলেন,আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো। এ কারনে তাকে গ্রেফতার করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশের মেট্রোপলিট কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, নূর হাসান সুমনেরর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো। সেই ওয়ারেন্ট মূলেই তাকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied