আর্কাইভ  রবিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৩ ● ৯ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   রবিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: সুযোগ পেলেই জামায়াত স্বমূর্তিতে আবির্ভূত হবে : রংপুরে মোজাম্মেল হক       জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে স্থানান্তর       ঘরের মেঝেতে কান্না করছে শিশু, বিছানায় মায়ের নিথর দেহ       বৃষ্টি থাকবে আরও দুই দিন      

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

সোমবার, ১১ এপ্রিল ২০২২, রাত ০৮:১০

মমিনুল ইসলাম রিপন: রংপুর মেট্রোপলিটন পুলিশের মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকাল ১১টায় আরপিএমপির সম্মেলন কক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদের সভাপতিত্বে এ সভা হয়।
সভায় রংপুর মহানগরী এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এবং এ সংক্রান্তে রংপুর মেট্রোপলিটন পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা পূর্বক অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও রংপুর মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে আরপিএমপি ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছেন সার্জেন্ট অনিত্য কুমার বর্মন, গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন মোঃ গোলাম মোর্শেদ, শ্রেষ্ঠ এসআই হিসাবে পুরস্কৃত হয়েছেন কোতয়ালী থানার মোঃ মাহমুদুল হাসান, শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন মাহিগঞ্জ থানার মো: কামাল হোসেন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন হারাগাছ থানার মোঃ উজ্জল হোসেন। সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আরপিএমপির বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ পুরষ্কার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনারসহ সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনর্চাজসহ মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার।

মন্তব্য করুন


 

Link copied