মমিনুল ইসলাম রিপন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে এক রোগীর স্বজন ৪০ মিনিটের বেশি সময় আটক ছিলেন। পরে ৯৯৯ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনাটি মঙ্গলবার দুপুর ১ টার দিকে।
ফায়ার সর্ভিস সূত্রে জানাগেছে, নীলফামারী জেলার আজগর আলী নামে এক ব্যক্তির স্ত্রীর সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন। স্ত্রী হাসপাতালের ৫’ম তলায় চিকিৎসাধিন ছিলেন। দুপুর ১২ কিছুক্ষণ আগে আজগর আলী জরুরী প্রয়োজনে নিচে নামেন। পরে লিফট দিয়ে পঞ্চম তল্য়া উঠার সময় লিফটে আটকা পড়েন। এসময় তিনি ৯৯৯ ফোন করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন দিয়ে তাকে উদ্ধার করেন।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসুদ আল বলেন, আমরা ফোন পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করি। তিনি প্রায় ৪০ মিনিট লিফটে আটকা ছিলেন।
এবিষয়ে হাসপাতালের পরিচালক ও সহকারি পরিচালকের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।