আর্কাইভ  রবিবার ● ২৮ মে ২০২৩ ● ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   রবিবার ● ২৮ মে ২০২৩
 width=
 width=
শিরোনাম: বঙ্গবন্ধুর নামে শান্তি পদক প্রবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর       বিএনপির নেতারা গুজব ছড়াচ্ছে- সমাজকল্যাণমন্ত্রী       কুড়িগ্রামে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক       ডোমার রেলস্টেশনের টয়লেটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার       নীলফামারীতে পরীক্ষামূলক গ্রীষ্মকালীন হলুদ তরমুজ চাষে ব্যাপক সফলতা সম্ভাবনায়       

রংপুর মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১, রাত ০৮:০৪

মহানগর প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) সাত নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রমেক হাসপাতালের যৌন বিভাগের অধ্যাপক ডা. মঞ্জুরুল করিমকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী, গণপূর্তের ইলেকট্রো মেকানিক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাজিয়া সুলতানা ও হাসপাতালের প্রশাসনিক বিভাগের সহকারী পরিচালক ডা. মোস্তফা কামাল চৌধুরীকে সদস্য করা হয়েছে।

কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে হাসপাতালের পরিচালক বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এর আগে সোমবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রমেক হাসপাতালের তৃতীয় তলায় ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ওয়ার্ডের এসি, কম্পিউটার ও বিছানাসহ আসবাবপত্র পুড়ে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন


Link copied