আর্কাইভ  রবিবার ● ২৮ মে ২০২৩ ● ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   রবিবার ● ২৮ মে ২০২৩
 width=
 width=
শিরোনাম: বিএনপির নেতারা গুজব ছড়াচ্ছে- সমাজকল্যাণমন্ত্রী       কুড়িগ্রামে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক       ডোমার রেলস্টেশনের টয়লেটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার       নীলফামারীতে পরীক্ষামূলক গ্রীষ্মকালীন হলুদ তরমুজ চাষে ব্যাপক সফলতা সম্ভাবনায়        বেরোবি শিক্ষার্থীর উপর হামলা, গুরুতর আহত ৪: মহাসড়ক অবরোধ      

রাজারহাটে নৌকার মাঝি যারা

রবিবার, ২১ নভেম্বর ২০২১, রাত ০৮:৫৬

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক পেয়েছেন যারা- রাজারহাট সদর ইউনিয়নে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি চেয়ারম্যান মো: এনামুল হক, ছিনাই ইউনিয়নে ওই ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সহ- অধ্যাপক সাদেকুল হক নুরু,ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে  ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহ-অধ্যাপক রবীন্দ্রনাথ কর্মকার, বিদ্যানন্দ ইউনিয়নে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাইজুল ইসলাম, নাজিমখান ইউনিয়নে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মালেক পাটোয়ারী নয়া, চাকিরপশার ইউনিয়নে ওই ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মো: আব্দুস ছালাম ও উমরমজিদ ইউনিয়নে ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: জহুরুল ইসলাম তালুকদার (ময়নাল)। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রোববার বিকালে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ বিষয়ে রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার মধ্যে রাজারহাট উপজেলায় নৌকা প্রতীকের জয়জয়াকার ছিল। আশা করছি এধারা আবারো অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়ন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে নিরলসভাবে কাজ করার জন্য উদ্বাত্ত আহ্বান জানিয়েছেন। 
এদিকে, ২১নভেম্বর রোববার কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা প্রত্যাশী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রাজারহাট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা সদরে আনন্দ মিছিল বের করে।

মন্তব্য করুন


Link copied