আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩ ● ৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: শেখ হাসিনা কথা দিয়ে রেখেছেন, করেছেন স্বপ্ন পূরণ       নীড়হারা আশ্রয়হীন এতিম মুন্নী খুঁজে পেল স্বপ্নের ঠিকানা       প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ       চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার       বজ্রপাত রোধে আলোর মুখ দেখেনি তালগাছ রোপণ প্রকল্প: রংপুরে  প্রতিমন্ত্রী       
 width=

রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শনিবার, ৪ মার্চ ২০২৩, দুপুর ০৪:৪০

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অজ্ঞাত- পরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাও গ্রামের রাণীসাগর রামরাই দিঘির পূর্বপাশের ভুট্টাখেত থেকে দুপুরে তার হাত পা বাধা অবস্থায় অর্ধগলিত  লাশটি উদ্ধার করা হয়।

স্হানীয়রা জানান, হয়তো কয়েকদিন আগেই পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, জানান, গ্রামের একটি ভুট্টাক্ষেত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভুট্টাক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তবে ওই যুবকের পরনে জিন্সের প্যান্টের নমুনা পাওয়া গেছে।

লাশ বিকৃত হওয়ায় স্থানীয়রা সনাক্ত করতে পারেনি। লাশের শরীরের বিভিন্নস্হানে ক্ষত পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে। এ বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।’ এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

মন্তব্য করুন


Link copied