প্রেস বিজ্ঞপ্তি: অদ্য ২৪ জুলাই ২০২২ তারিখ সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ০৩নং সিংগীমারী ইউপির ০৫নং ওয়ার্ডের দক্ষিণ গড্ডিমারী গ্রামের পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে ৪৫৭ (চারশত সাতান্ন) বোতল ফেন্সিডিল, ০১ (এক) টি ট্রাকসহ আসামী মোঃ আবু তালেব (২৭), পিতা-মোঃ মোকছেদ আলী, সাং-মধ্য গড্ডিমারী, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। ধৃত আসামীর সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। সিপিএসসি, র্যাব-১৩, রংপুর কর্তৃক লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করে।
উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।