প্রেস বিজ্ঞপ্তি: গত ২১ মে ২০২২ খ্রিঃ ১২.৫০ ঘটিকার সময় র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯৯ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ (এক) টি প্রাইভেটকারসহ ০২ জন মাদক ব্যবসায়ী ক) দীপক চন্দ্র সেন (৩৭), পিতা-মৃত অর্জুন চন্দ্র সেন, সাং-আমাশুকুকরুল, ৪নং ওয়ার্ড, থানা- পরশুরাম, আরপিএমপি, রংপুর খ) মোঃ ফরিদুল ইসলাম (৩১), পিতা-মোঃ আব্দুল হামিদ, সাং-সুলতানমোড় বেপারীপাড়া, ওয়ার্ড নং- ১৩, থানা-কোতয়ালী, আরপিএমপি, রংপুর উভয় জেলা-রংপুরদ্বয়’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী ক) দীপক চন্দ্র সেন (৩৭) এবং খ) মোঃ ফরিদুল ইসলাম (৩১) দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়া এই অবৈধ মাদক ব্যবসায়ীদের গডফাদার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। সিপিএসসি, র্যাব-১৩, রংপুর কর্তৃক দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় র্যাব বাদী হয়ে একটি নিয়মিত মাদক মামলা রুজু করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।