লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে বয়লার মুরগির খামার পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাস গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শাহীন ওই এলাকার হাফিজুল ইসলামেরর ছেলে।
নিহত শাহীনের পরিবার জানায়, নিথক এস.এইচ.পি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শাহীন শুক্রবার দুপুরের খাবার শেষে তাদের বাড়ি সংলগ্ন বয়লার মুরগির খামারের মেঝে কোদাল দিয়ে পরিষ্কার করছিল। এ সময় খামার ঘরের ছাদ থেকে ঝুলে থাকা বিদ্যুতের তার শাহীনের কোদালে লেগে গেলে বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন জানান, ঘটনাটি শুনেই তিনি নিহতের বাড়িতে গিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে বলেও জানান তিনি।