আর্কাইভ  সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৩ ● ১০ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে- রাঙ্গা       পরীক্ষার কথা আগেই জানতেন সেই জোবেদা, পেয়েছিলেন ক্ষুদে বার্তাও       পাকিস্তানকে উড়িয়ে প্রথম পদক জয় বাংলাদেশের       নিয়োগ পরীক্ষায় ডাক না পাওয়ায় অবস্থান কর্মসূচি       নিয়োগ জালিয়াতির অভিযোগ এনে বেরোবি শিক্ষক তাবিউরের বরখাস্ত দাবি      

লালমনিরহাটে দুই শ্রমিক নেতার জামিন নামঞ্জুর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩, বিকাল ০৫:১৩

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদের জামিন নামঞ্জুর হওয়ায় বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে অসংখ্য যানবাহন আটকে দুর্ভোগে পড়েছেন মানুষ।  

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট কেন্দ্রিয় বাসটার্মিনাল এলাকায় মহাসড়কে যানবাহন রেখে অবরোধ শুরু করেছে শ্রমিকরা। 

আদালত সূত্র জানায়, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা আনোয়ারুল হক দুদুর দায়ের করা একটি মামলায় ওই দুই নেতা এতদিন উচ্চ আদালতের অস্থায়ী জামিনে ছিলেন। মেয়াদ শেষে দুপুরে লালমনিরহাটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল বারীর আদালতে আতœসমর্পন করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ খবর পেয়ে বিক্ষুদ্ধ শ্রমিকদের একাংশ অবরোধ শুরু করে।  এদিকে প্রায় দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, আদলতের উপর আস্থা রেখে তারা আদলতে এসেছিলেন। কিন্তু তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। এটা আমরা কোনো ভাবে আশা করতে পারি না। আমরা চাই তাকে দ্রুত ছেড়ে দিয়ে আমাদের সামনে সভাপতি ও সাধারণ সম্পাদকে দেখ।

এদিকে দেড় ঘন্টা বেশি অবরোধ চলার পর সদর থানার ওসি ওমর ফারুকের আশ্বাসে তা অবরোধ তুলে নেন। 

বাস ও ট্রাক লড়ি অন্যতম সদস্য রফিকুল ইসলাম খোকা বলেন, প্রশাসনের আশ্বাসে আমরা অবরোধ তুলে নিয়েছি। রোববারের মধ্যে আমাদের দুই নেতাকে ফিরে না দিলে কঠোর আন্দোলন ঘোষণা দেওয়া হবে।

লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, শ্রমিক ইউনিয়ন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে সড়কে চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied