লালমনিরহাট: লালমনিরহাটে তিস্তার পানি আরও কমে গিয়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে বন্যাকবলিত ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করায় স্বস্তি মিলেছে তিস্তার তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে। তবে দুই সপ্তাহ ধরে থেমে থেমে পানিবন্দি থাকার কারণে দেখা দিয়েছে দুর্ভোগ।
তিস্তা ব্যারেজ কন্ট্রোল জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় তিস্তার পানি আরও কমে গিয়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে বন্যাকবলিত এলাকাগুলোতে পানি কমতে শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফাউদ-দৌলা বলেন, উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানির প্রবাহ কমেছে। বর্তমানে সবগুলো জলকপাট খোলা রয়েছে। তবে ভারতে পানির প্রবাহ কমে গেলে তিস্তার পানি আরও কমবে।