লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে এক বিয়ে বাড়িতে কীটনাশক মেশানো চা পান করে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানান পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম।
শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাগজীপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রফিকুল ইসলামের মেয়ের বিয়ের কার্যক্রম চলাকালে আমন্ত্রিত অতিথিদের চা পান করানো হয়। ধারণা করা হচ্ছে- রান্নাঘরে চায়ের পাতা রাখা পাত্রের পাশে কীটনাশকের পাত্র ছিল। চা বানানোর সময় ভুলবশত চা পাতা না দিয়ে কীটনাশক মেশানো হয়েছিল। আর ওই চা পান করেই অসুস্থ হয়ে পড়েন তারা।
তবে এই ব্যাপারে ওই বিয়ে বাড়ির কেউ বিষয় স্বীকার করছেন না। তারা বলছেন, এত বড় ভুল হতে পারে না। যদি এটাই হয়ে থাকে তবে প্রতিবেশি বা অন্য কেউ এই কাজটি করতে পারেন বলে তারা ধারণা করছেন।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অসুস্থদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ স্পষ্ট হয়েছে। ১০ জনের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২ জনের অবস্থা আশংকাজনক বলে মনে হচ্ছে।