আর্কাইভ  বুধবার ● ২৯ মার্চ ২০২৩ ● ১৫ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বুধবার ● ২৯ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: বুড়িমারীতে ৩কোটি টাকার ভারতীয়পণ্য ও তিনটি ট্রাক আটক       নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ২-৭ বছরের কারাদণ্ড       মা হলেন মাহি       রংপুরে গাঁজাসহ ৩ জন গ্রেফতার       দিনাজপুর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটর সাইকেল আরোহী নিহত       

লালমনিরহাট আইনজীবী সমিতি নির্বাচনে আ. লীগ সমর্থিত প্যানেল জয়ী

শুক্রবার, ১০ মার্চ ২০২৩, দুপুর ১১:০৩

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। 

বৃহস্পতিবার (৯ মার্চ) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিএনপি সমর্থিত প্যানেল মনোনয়ন প্রত্যাহার করায় আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট মতিয়ার রহমান সভাপতি, অ্যাডভোকেট আকমল হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। 

এ ছাড়াও সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম রাজু, কোষাধাক্ষ্য অ্যাডভোকেট আব্দুর রশিদ প্রধান, লাইব্ররী পদে অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজসহ ১৫ জনের পুরো প্যানেল জয়ী হয়েছে।

আইনজীবী সমিতি নির্বাচনে তফশিল ঘোষনার পর বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা মনোনয়ন পত্র ক্রয় করে। 

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও বিএনপিপন্থী আইনজীবীরা মনোনয়ন প্রত্যহার করায় আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। 

এদিকে বিজয়ী সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান জানান, এ জয় সকল আইনজীবীদের জয়।

মন্তব্য করুন


Link copied