শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: বাবার বাড়ি থেকে স্বামীর মোটরসাইকেলে শ্বশুরবাড়ি ফেরার পথে ট্রাকলরির চাকায় পিষ্ট হয়ে রেশমা আক্তার (২১) নামের এক গৃহবধূর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে স্বামী ফাসিউল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল আনুুুমানিক ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুরের বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেশমা হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া বলরামপুর গ্রামের ফসিউল কায়সারের স্ত্রী।
বিরামপুর থানার পরিদর্শক এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান বুধবার বিকেলে মোটরসাইকেলে পার্বতীপুর শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন দম্পতি স্বামী-স্ত্রী। বিরামপুর সোনালী ব্যাংকের সামনে একটি ভ্যানে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে পেছনে থাকা রেশমা আক্তার সড়কে ছিটকে পড়েন। এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাাকলরি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরা পারভিন জানান, হাসপাতালে আসার আগেই রেশমা আক্তারের মৃত্যু হয়েছে। তার মাথার ওপর দিয়ে ট্রাক লরির ভারী চাকা যাওয়ার কারণে মাথা থেঁতলে গেছে। তার স্বামী ফসিউল কাওসার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে বিরামপুর থানার পরিদর্শক এরশাদ হোসেন জানান, রেশমার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘাতক লরিটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে।