আর্কাইভ  শনিবার ● ১ এপ্রিল ২০২৩ ● ১৮ চৈত্র ১৪২৯
আর্কাইভ   শনিবার ● ১ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন        প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে  ভুয়া নিয়োগ পত্র দেয়ার অভিযোগে গ্রেফতার -১       সরকারের বেঁধে দেয়া দামেই পণ্য বিক্রি হচ্ছে- রংপুরে বাণিজ্যমন্ত্রী       দিনাজপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত       রংপুরে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-৪      

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত

বুধবার, ১ ফেব্রুয়ারি ২০২৩, রাত ১০:২৭

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: বাবার বাড়ি থেকে স্বামীর মোটরসাইকেলে শ্বশুরবাড়ি ফেরার পথে ট্রাকলরির চাকায় পিষ্ট হয়ে রেশমা আক্তার (২১) নামের এক গৃহবধূর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে স্বামী ফাসিউল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল আনুুুমানিক ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুরের বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেশমা হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া বলরামপুর গ্রামের ফসিউল কায়সারের স্ত্রী।

বিরামপুর থানার পরিদর্শক এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান বুধবার বিকেলে মোটরসাইকেলে পার্বতীপুর শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন দম্পতি স্বামী-স্ত্রী। বিরামপুর সোনালী ব্যাংকের সামনে একটি ভ্যানে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে পেছনে থাকা রেশমা আক্তার সড়কে ছিটকে পড়েন। এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাাকলরি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরা পারভিন জানান, হাসপাতালে আসার আগেই রেশমা আক্তারের মৃত্যু হয়েছে। তার মাথার ওপর দিয়ে ট্রাক লরির ভারী চাকা যাওয়ার কারণে মাথা থেঁতলে গেছে। তার স্বামী ফসিউল কাওসার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে বিরামপুর থানার পরিদর্শক এরশাদ হোসেন জানান, রেশমার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘাতক লরিটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে।

 

মন্তব্য করুন


Link copied