মমিনুল ইসলাম রিপন: হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলাম বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরানোসহ স্মার্ট পুলিশিং কার্যক্রম শিঘ্রই চালু করা হবে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ঢাকা-চট্টাগ্রাম মহাসড়কে দুই হাজার ৫০ কিলোমিটার এলাকাকে অত্যাধুনিক সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসুচির আওতায় নেয়া হবে উত্তর ও পশ্চিমাঞ্চলেও।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২২ তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষন, সমাপনি ও পদক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গনমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলীম মাহামুদ, হাইওয়ে পুলিশের পশ্চিম বিভাগের ডিআইজি মোঃ মোজাম্মেল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নুরে আলম মিনা, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট ডিআইজি বাসুদেব বনিকসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
দেশের একমাত্র এই নারী কনস্টেবল প্রশিক্ষন কেন্দ্রে চলতি বছর ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষনে ৪শ’ ৮৩ জন নারী কনস্টেবল প্রশিক্ষন সম্পন্ন করেন।