আর্কাইভ  বুধবার ● ২৯ মার্চ ২০২৩ ● ১৫ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বুধবার ● ২৯ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: ১১ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস       বুড়িমারীতে ৩কোটি টাকার ভারতীয়পণ্য ও তিনটি ট্রাক আটক       নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ২-৭ বছরের কারাদণ্ড       মা হলেন মাহি       রংপুরে গাঁজাসহ ৩ জন গ্রেফতার      

হাতীবান্ধায় ট্রাক-আটো মুখোমুখী সংঘর্ষ; নিহত এক

রবিবার, ১২ মার্চ ২০২৩, রাত ০৮:৩৪

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় পাথর বোঝাই ট্রাক ও যাত্রীবাহী অটো রিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষে আতোয়ার রহমান(৪০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। এতে শিশুসহ আরও চারজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ট্রাক চালক বদরুজ্জামানকে(৩০) আটক করেছে পুলিশ।

রবিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বদরুজ্জামান। এর আগে রবিবার সকালে হাতীবান্ধা উপজেলার শাহগরিবুল্লাহ মাজারের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ ঘটনাটি ঘটেছে। নিহত আতোয়ার রহমান উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

আহতরা হলেন, নিহত আতোয়ারের ২বছর বয়সী শিশু সন্তান বাবু মিয়া, স্ত্রী শরীফা বেগম(৩০), একই উপজেলার সানিয়াজান এলাকার শাহা আলম(৩৩) ও সানিয়াজান তিস্তা বাজার এলাকার আব্দুর রশীদের ছেলে হযরত বেলাল(৩৬)।

নিহতের মামা শশুড় মোকছেদ আলী বলেন, নিহত ভাগ্নি জামাই আতোয়ারসহ আরও দুই জামাই আমার বাড়িতে দাওয়াত খেতে আসছিলো। সেখান থেকে অটোবাইক যোগে তারা সকলে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে শাহগরিবুল্লাহ মাজারের সামনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ওই ট্রাকের সাথে ওই অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ সময় গুরতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে বিকেলে  রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতোয়ার মারা যান। অন্যরা চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক ডা. আল আকসা বলেন, আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ট্রাক চালককে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।  

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ট্রাক চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন


Link copied