আর্কাইভ  মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫ ● ১৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫
শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

চার দিন পর স্বস্তি, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানগামী কন্টেইনারের যাত্রা শুরু

চার দিন পর স্বস্তি, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানগামী কন্টেইনারের যাত্রা শুরু

রাজনীতির সীমা ছাড়িয়ে কোটি মানুষের দোয়ায় খালেদা জিয়া

রাজনীতির সীমা ছাড়িয়ে কোটি মানুষের দোয়ায় খালেদা জিয়া

চার ডিগ্রিতে নামবে তাপমাত্রা, আসছে ৮ শৈত্যপ্রবাহ

চার ডিগ্রিতে নামবে তাপমাত্রা, আসছে ৮ শৈত্যপ্রবাহ

চার দিন পর স্বস্তি, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানগামী কন্টেইনারের যাত্রা শুরু

মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, সকাল ০৯:৪৭

Advertisement

লালমনিরহাট প্রতিনিধি: ‎অবশেষে দীর্ঘ চার দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে থাইল্যান্ড থেকে আগত ভুটানগামী প্রথম 'ট্রায়াল রান' পণ্যবাহী কন্টেইনারটি লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে ভারতের পথে যাত্রা শুরু করেছে।

‎সোমবার (১ ডিসেম্বর) বিকেলে বুড়িমারীস্থলবন্দর দিয়ে কন্টেইনারটি পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্দা স্থলবন্দর হয়ে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছে।

‎​ব্যবসায়ীরা আশা করছেন, এই পরীক্ষামূলক ট্রানজিট সফল হলে বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগে এক নতুন গুরুত্বপূর্ণ রুট চালু হবে। এতে করে আন্তর্জাতিক বাণিজ্যের এই ঐতিহাসিক পদক্ষেপে উচ্ছ্বসিত স্থানীয় ব্যবসায়ী মহল।

‎​২০২৩ সালের থাইল্যান্ড-বাংলাদেশ-ভারত-ভুটান ট্রানজিট প্রটোকল অনুযায়ী দীর্ঘদিন ধরে এই রুটে ট্রানজিট চালুর আলোচনা চলে আসছিল। নানা জটিলতায় তা সম্ভব না হলেও সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে থাইল্যান্ড থেকে ভুটানে পণ্য পাঠানোর উদ্যোগ নেয়। প্রায় সাড়ে ৬ টন ওজনের সাত ধরনের পণ্য নিয়ে যাত্রা শুরু করা কন্টেইনারটি গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এরপর ২৮ নভেম্বর বুড়িমারী স্থলবন্দরে এসে পৌঁছালেও, চার দিন প্রশাসনিক জটিলতার কারণে আটকে থাকে কন্টেইনারটি। অবশেষে আজ সোমবার বিকেলে সেটি ভারতে প্রবেশ করে।
‎​
‎​এই পরীক্ষামূলক ট্রানজিটকে বাণিজ্যিক যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে বাণিজ্যের গতি আরও বাড়াতে সড়ক যোগাযোগ ও স্থলবন্দরের ইয়ার্ড দ্রুত উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।
‎​
‎অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, প্রথম কন্টেইনারটি সফলভাবে ভারতে যাওয়ায় এ রুট চালুর সম্ভাবনা আরও জোরালো হলো। নিয়মিত ট্রানজিট চালু হলে সরকারের রাজস্ব বাড়বে এবং এই অঞ্চলে নতুন কর্মসংস্থান তৈরি হবে।

‎​সহকারী কমিশনার, শুল্ক স্টেশন, বুড়িমারী স্থলবন্দর মোঃ দেলোয়ার হোসেন জানান, এই পরীক্ষামূলক চালান সফল হওয়ায় বাংলাদেশ ও ভুটানের বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ হবে। ভবিষ্যতে নিয়মিত ট্রানজিট শুরু হলে সরকার বাড়তি রাজস্ব পাবে এবং বুড়িমারী অঞ্চলে সামগ্রিক ব্যবসায়িক গতি আরও বৃদ্ধি পাবে।

‎​চার দিন ধরে আটকে থাকা কন্টেইনারটি ভারতে প্রবেশ করায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট সকলের আশা, আন্তর্জাতিক বাণিজ্য রুটটি নিয়মিতভাবে চালু হলে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে এক নতুন মাত্রা যোগ হবে।

মন্তব্য করুন


Link copied