লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, খালেদা জিয়া জীবনে ঝুঁকি নিয়ে বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন।দেশনেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিবাচক গুণাবলি ও ত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনুপ্রেরণার উৎস।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের বাবুপাড়া এলাকার এম. টি. হোসেন ইনস্টিটিউট মাঠে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
স্বেচ্ছাশ্রমে মাঠ সংস্কারের মানবিক উদ্যোগ
দুলু জানান, এলাকায় খেলাধুলার পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে এবং শিশু-কিশোরদের সুস্থ বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় তরুণদের অনুরোধে তিনি এই মাঠটি সংস্কারের উদ্যোগ নেন।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় নেই, আর মাঠ সংস্কারে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। তবু শ্রমিক না নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজেরাই মাঠটি মাটি ভরাট করছি। এই স্বেচ্ছাশ্রমের মানবিক কাজটি যদি কোনো সওয়াব অর্জন করে, সেই উপলক্ষে তিনি মহান সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।
আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে অধ্যক্ষ দুলু বলেন, তিনি লালমনিরহাট-৩ সদর আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি এলাকার সব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন। লালমনিরহাট সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের প্রবণতা বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কর্মসূচিতে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মাটি কাটার কাজে অংশ নেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা মহিলাদলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শাপলা
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাগণ উপস্থিত ছিলেন।