আর্কাইভ  মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫ ● ১৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫
শাস্তি পেতে হবে শিক্ষকদের, কঠোর অবস্থানে সরকার

শাস্তি পেতে হবে শিক্ষকদের, কঠোর অবস্থানে সরকার

৮ উইকেটের জয়ে সিরিজ জিতল বাংলাদেশ

৮ উইকেটের জয়ে সিরিজ জিতল বাংলাদেশ

শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

চার দিন পর স্বস্তি, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানগামী কন্টেইনারের যাত্রা শুরু

চার দিন পর স্বস্তি, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানগামী কন্টেইনারের যাত্রা শুরু

পঞ্চগড়ে বিজিবির নব-নির্মিত বিওপির উদ্বোধন

মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৫:৪৯

Advertisement

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নব-নির্মিত সরদারপাড়া বিওপি'র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বড়শশী ইউনিয়নের সরদারপাড়া গ্রামে নব-নির্মিত এ বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের। ফিতা কাটা ও নামফলক উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন শেষে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে একটি গাছের চারা রোপণ করেন ও দেশ-জাতির শান্তি ও উন্নতি কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।

এরপর বিজিবি সদস্যদের উদ্দেশে বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের বলেন, বিজিবি সদস্যরা প্রতিকূল পরিস্থিতিতেও দিনরাত পরিশ্রম করে দেশের সীমান্ত রক্ষা করে চলেছে। সীমান্ত সুরক্ষায় জনসচেতনতা ও বস্তুনিষ্ঠ তথ্য প্রদানে স্থানীয় জনগণ, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা আমরা অত্যন্ত মূল্যবান বলে মনে করি। সরদারপাড়া বিওপি চালুর ফলে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক প্রবাহ, নারী ও শিশু পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার হবে। 

এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন প্রায় ১৪৩ কিলোমিটার সীমান্ত অঞ্চলের নিরাপত্তা দায়িত্ব পালন করে। ডানাকাটা, মালকাডাংগা ও বড়শশী বিওপি থেকে সরদারপাড়া এলাকার দূরত্ব বেশি হওয়ায় দীর্ঘদিন ধরে এ স্থানে নতুন বিওপি স্থাপনের প্রয়োজন দেখা দিয়েছিল। অবশেষে সীমান্ত সুরক্ষা আরও কার্যকর করতে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ১৯তম বিওপি হিসেবে সরদারপাড়া বিওপি উদ্বোধন করা হয়।

মন্তব্য করুন


Link copied