আর্কাইভ  মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫ ● ১৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান

ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

শাস্তি পেতে হবে শিক্ষকদের, কঠোর অবস্থানে সরকার

শাস্তি পেতে হবে শিক্ষকদের, কঠোর অবস্থানে সরকার

৮ উইকেটের জয়ে সিরিজ জিতল বাংলাদেশ

৮ উইকেটের জয়ে সিরিজ জিতল বাংলাদেশ

নীলফামারীর তিন উপজেলাতেই নতুন ইউএনও নারী

মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, রাত ০৯:৫৫

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে নীলফামারী জেলার ৬ উপজেলার মধ্যে তিনটিতে আনা হয়েছে রদবদল। নীলফামারী সদর, সৈয়দপুর ও কিশোরীগঞ্জ উপজেলায় নতুন ইউএনও হিসেবে তিনটিতেই নারী ম্যাজিস্ট্রেট যোগদান করছেন। বাকি তিন উপজেলা ডোমার,ডিমলা ও জলঢাকা উপজেলায়ও দ্রুত রদবদল করা হবে বলে জানা যায়।

নতুন নিয়োগ পাওয়া নারী ইউএনওরা হলেন, নীলফামারী সদর উপজেলায় মিজ মুবাশ্বিরা আমাতুল্লাহ, সৈয়দপুর উপজেলায় মিজ ফারাহ ফাতেহা তাকমিলা ও কিশোরীগঞ্জ উপজেলায় মিজ তানজিমা আঞ্জুম সোহানিয়া।

মুবাশ্বিরা আমাতুল্লাহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও তানজিমা আঞ্জুম সোহানিয়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন। ফারাহ ফাতেহা তাকমিলা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালেয়র সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা) ছিলেন।

এছাড়া নীলফামারী সদর উপজেলার ইউএনও সাইফুল ইসলামকে নোয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, সৈয়দপুর উপজেলার ইউএনও নুর-ই-আলম সিদ্দিকীকে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং কিশোরীগঞ্জ উপজেলার ইউএনও প্রীতম সাহাকে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ইউএনওদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, সিলেট বিভাগের ৮ জন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলায় তিনজন নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে আরো জানানো হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‌‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।

নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ওইদিন বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

বদলি করা কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ২৬ নভেম্বর প্রথম ধাপে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

মন্তব্য করুন


Link copied