তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারজুম্মা এলাকায় সড়ক দুর্ঘটনায় সুমন (৩১) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুমনের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকায়। জানা গেছে, নিহত সুমন তারাগঞ্জের স্থানীয় একটি জুতার কোম্পানিতে কাজ করতেন। তিনি মোটরসাইকেল করে নিজ কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির একটি গাড়ি কাভার্ড ভ্যান পিছন দিক দিয়ে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ' নিহত ব্যক্তির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি।