আর্কাইভ  মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ● ২৫ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
বেগম রোকেয়াকে ‘মুরতাদ, কাফির’ বলে রাবি শিক্ষকের ফেসবুক পোস্ট

বেগম রোকেয়াকে ‘মুরতাদ, কাফির’ বলে রাবি শিক্ষকের ফেসবুক পোস্ট

মনোনয়ন জমাদানের শেষ দিনে লাপাত্তা নির্বাচন কমিশন

ব্রাকসু নির্বাচন
মনোনয়ন জমাদানের শেষ দিনে লাপাত্তা নির্বাচন কমিশন

তিন বছর পর আবার চ্যাম্পিয়ন রংপুর

তিন বছর পর আবার চ্যাম্পিয়ন রংপুর

উপদেষ্টা পদে থেকে নির্বাচন করতে পারবেন কি না, স্পষ্ট করলেন ইসি

উপদেষ্টা পদে থেকে নির্বাচন করতে পারবেন কি না, স্পষ্ট করলেন ইসি

ব্রাকসু নির্বাচন

মনোনয়ন জমাদানের শেষ দিনে লাপাত্তা নির্বাচন কমিশন

মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, রাত ০৮:০১

Advertisement

নিজস্ব প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ দিনে মনোনয়ন পত্র জমা নিতে নির্বাচন কমিশনের কোনো সদস্যকেই খুঁজে পায়নি শিক্ষার্থীরা। 

তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়ার কথা থাকলেও সকাল থেকেই নির্বাচন কমিশনের কার্যালয় বন্ধ ছিল। এতে শেষ মুহূর্তে মনোনয়ন দিতে আসা প্রার্থীরা পড়েন চরম বিড়ম্বনা ও অনিশ্চয়তায়।

সকালের পর থেকেই কমিশন কার্যালয়ের সামনে বিভিন্ন পদের প্রার্থী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। কিন্তু দুপুর পেরিয়ে গেলেও কোনো নির্বাচনী দায়িত্বশীলকে না পেয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীদের অভিযোগ- এটি ইচ্ছাকৃত উদাসীনতা, যা পুরো নির্বাচনী প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে ফেলছে। মনোনয়নের শেষ দিনে কমিশনের এমন অনুপস্থিতি নির্বাচনকে স্বচ্ছ করার ক্ষেত্রে প্রশাসনের বড় ব্যর্থতার ইঙ্গিত দেয়। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রার্থীদের মধ্যে।

ভিপি পদপ্রার্থী আহমাদুল হক আলবীর বলেন, মনোনয়ন দিতে এসে দেখি অফিসই বন্ধ। আজ শেষ দিন জেনেও সকাল থেকে বসে আছি, কিন্তু কমিশনের কাউকে পাওয়া যাচ্ছে না। এতে আমাদের অধিকার স্পষ্টতই বাধাগ্রস্ত হচ্ছে।

 প্রার্থী মো. শিবলী সাদিক বলেন, সকাল থেকে অপেক্ষা করছি, কিন্তু নির্বাচন কমিশনের কাউকে পাওয়া যাচ্ছে না। মনোনয়নের শেষ দিনে এমন অনুপস্থিতি বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতা, এতে পুরো নির্বাচনব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে। শেষ দিনে কমিশন অনুপস্থিত থাকা একটি গুরুতর প্রশাসনিক ব্যর্থতা, যা পুরো নির্বাচন কাঠামোকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, নির্বাচন কমিশনাররা মনোনয়ন নিচ্ছেন না বা অফিসে নেই এ বিষয়ে আমি কিছু জানি না। সঠিক তথ্য জানতে হলে কমিশনারদের সঙ্গে কথা বলতে হবে।

কিন্তু নির্বাচন কমিশনের একাধিক সদস্যের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন


Link copied