নিউজ ডেস্ক: দিনাজপুর-৩ আসনের প্রার্থী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে প্রচার প্রচারণা শুরু করেছেন জেলা বিএনপির নেতারা।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে জেলা শহরের ফরিদপুর কবরস্থানে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে এ প্রচারণা কর্মসূচি শুরু হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে ফরিদপুর গোরস্থান মোড়ে সর্বসাধারণের মাঝে খালেদা জিয়ার পক্ষে প্রচার-প্রচারণা চালান জেলা বিএনপির নেতারা। কবর জিয়ারত ও প্রচার-প্রচারণায় অংশ নেওয়া নেতারা জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে একটি আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার জেলার বিভিন্ন নেতাদের অংশগ্রহণে কবর জিয়ারত ও নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করা হয়।
খালেদা জিয়ার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়েছে এবং খালেদা জিয়া যেন বিপুল ভোটে জয়লাভ করতে পারেন সেজন্য দোয়া করা হয়েছে। দিনাজপুর জেলা বিএনপির বিভিন্ন নেতারা খালেদা জিয়াকে জয়লাভ করতে সব ধরনের কার্যক্রমে চালিয়ে যাবে বলেও জানান তারা।