আর্কাইভ  বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫ ● ২৬ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
বেগম রোকেয়াকে ‘মুরতাদ, কাফির’ বলে রাবি শিক্ষকের ফেসবুক পোস্ট

বেগম রোকেয়াকে ‘মুরতাদ, কাফির’ বলে রাবি শিক্ষকের ফেসবুক পোস্ট

মনোনয়ন জমাদানের শেষ দিনে লাপাত্তা নির্বাচন কমিশন

ব্রাকসু নির্বাচন
মনোনয়ন জমাদানের শেষ দিনে লাপাত্তা নির্বাচন কমিশন

তিন বছর পর আবার চ্যাম্পিয়ন রংপুর

তিন বছর পর আবার চ্যাম্পিয়ন রংপুর

উপদেষ্টা পদে থেকে নির্বাচন করতে পারবেন কি না, স্পষ্ট করলেন ইসি

উপদেষ্টা পদে থেকে নির্বাচন করতে পারবেন কি না, স্পষ্ট করলেন ইসি

বেগম রোকেয়াকে ‘মুরতাদ, কাফির’ বলে রাবি শিক্ষকের ফেসবুক পোস্ট

মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, রাত ০৮:১২

Advertisement

নিউজ ডেস্ক: নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনকে ‘মুরতাদ, কাফির’ বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট শেয়ার দেন রাবির পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’ এ ঘটনায় দেশজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

দুপুরে পোস্টটি সামাজিকমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। পরে মেইনস্ট্রিম সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ হয়।

পোস্টটি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস এম আতিক মন্তব্য করেন, ‘৫ আগস্ট আমাদের বাকস্বাধীনতা এনে দিয়েছে। যার সুবাদে পদার্থবিজ্ঞানের শিক্ষকও এখন ফতোয়া দিতে পারেন।’

রাকসুর সাংস্কৃতিক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, ‘সবারই নিজস্ব দর্শন থাকে, আর তার মাপকাঠিও আলাদা। তবে এ ধরনের মন্তব্য প্রকাশ্যে না বলাই উত্তম বলে মনে করি। এর বেশি কিছু বলতে চাই না।’

 

রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা বলেন, ‘বেগম রোকেয়া পুরো উপমহাদেশেই নারী জাগরণের অগ্রদূত হিসেবে স্বীকৃত। তার কারণেই আমাদের নারীরা বর্তমানে পড়াশোনা, রাজনীতিসহ সকল ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করা মানে গোটা নারী সমাজকেই হেয় করা। তার এ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

এ বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘যে পোস্টের ক্যাপশনে আমি এটি লিখেছি, সেই পোস্টেই বিস্তারিত সব ব্যাখ্যা আছে। আমার বক্তব্যের সত্যতা যাচাই করতে চাইলে কোনো ভালো আলেমের কাছে জানতে পারেন।’

মন্তব্য করুন


Link copied