গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবীতে ২ ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গোবিন্দগঞ্জের সাঁওতাল আদিবাসী ও সর্বস্তরের জনতা।
আজ বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করে। পরে সেখান থেকে মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে।
এ সময় ইপিজেড বাস্তবায়নের পক্ষে বক্তব্য রাখেন এম এ মতিন মোল্লা, জাহাঙ্গীর আলন ডাব্লিউ, ডা. শুভ, আকরাম হোসেন রাজু, মাকসুদ।
এদিকে ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ ঘটনাস্থলে এসে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা প্রায় ২ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা উপস্থিত ছিলেন।