আর্কাইভ  সোমবার ● ২১ জুলাই ২০২৫ ● ৬ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২১ জুলাই ২০২৫
২০ জুলাই: কারফিউ ভেঙে বিক্ষোভ, শাটডাউন প্রত্যাহারের ‘গুজব’, সমন্বয়কদের প্রত্যাখ্যান

ফিরে দেখা জুলাই বিপ্লব
২০ জুলাই: কারফিউ ভেঙে বিক্ষোভ, শাটডাউন প্রত্যাহারের ‘গুজব’, সমন্বয়কদের প্রত্যাখ্যান

জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার

ফিরে দেখা জুলাই বিপ্লব
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার

আজকের এই দিনে রংপুরে শহীদ হয়েছিলেন ৪ জন

ফিরে দেখা জুলাই বিপ্লব
আজকের এই দিনে রংপুরে শহীদ হয়েছিলেন ৪ জন

রংপুরের সাবেক এসি ইমরান “ তথ্য গোপন করে বিসিএস কর্মকর্তা “

৫ আগস্টের পর 'আত্মগোপনে' চলে যায়
রংপুরের সাবেক এসি ইমরান “ তথ্য গোপন করে বিসিএস কর্মকর্তা “

নকল কনটেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ফেসবুক

রবিবার, ২০ জুলাই ২০২৫, রাত ০৯:০০

Advertisement

নিউজ ডেস্ক: ফেসবুকে নকল ও মৌলিক নয় (আনঅরিজিনাল) এমন কনটেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তারই অংশ হিসেবে প্ল্যাটফর্মটির জনপ্রিয় নির্মাতাদের (ক্রিয়েটর) নকল করে তৈরি, ছদ্মবেশী ১০ লাখ ভুয়া প্রোফাইল ইতোমধ্যেই সরিয়ে নিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। ফেসবুক ফিডে নকল কনটেন্টের প্রচার রুখতে এমন বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গত সোমবার (১৪ জুলাই) প্রকাশিত এক ব্লগ পোস্টে জানিয়েছে মেটা। 

অন্যের কনটেন্ট নিজের নামে চালানো, মৌলিক কনটেন্ট নির্মাতাদের ছদ্মবেশে (ইমপারসোনেটিং) তৈরি প্রোফাইল এবং কনটেন্ট চুরির মতো বিষয়গুলো সাম্প্রতিক সময়ে নিত্তনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফেসবুক ফিডে। এগুলো বন্ধ করতে এবার কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক।

ব্লগ পোস্টে মেটা জানিয়েছে যে, তাঁরা ২০২৫ সালের প্রথম  ছয় মাসে স্প্যামি বা ভুয়া কার্যকলাপে জড়িত ৫ লাখ অ্যাকাউন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এমন ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, তাদের কমেন্টগুলোর অগ্রাধিকার কমানো, তাদের তৈরি কনটেন্টের বিতরণ হ্রাস করা এবং অ্যাকাউন্টগুলোকে অর্থ উপার্জনের (মনিটাইজেশনের) সুযোগ না দেওয়া। 

এছাড়া কনটেন্ট নির্মাতা বা ক্রিয়েটরদের ছদ্মবেশ নিয়ে তৈরি করা ১০ লাখ ফেসবুক প্রোফাইলও সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে মেটা। 

সামনের দিনগুলোতেও এমন শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রাখতে চলেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠিত এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। যেসব অ্যাকাউন্ট বারবার অন্যের কনটেন্ট যেমন ভিডিও, ছবি, বা টেক্সট পোস্ট যথাযথ ও প্রয়োজনীয় পরিবর্তন না করে, কিংবা কনটেন্টের মৌলিক নির্মাতাদের ক্রেডিট (কৃতিত্ব) না দিয়ে ব্যবহার করবে, তারা ফেসবুকের মনিটাইজেশন হারাবে- অর্থাৎ এই অ্যাকাউন্টগুলো ফেসবুকের কনটেন্ট থেকে অর্থ উপার্জন করতে পারবে না। এছাড়া এই অ্যাকাউন্টগুলো থেকে পোস্ট করা বিভিন্ন কনটেন্টের সামগ্রিক বিতরণ বা রিচও হ্রাস পাবে। 

ফেসবুক আরও জানিয়েছে যে, নকল বা চুরি করা ভিডিও কনটেন্টের দৃশ্যমানতাও (ভিজিবিলিটি) তাঁরা কমিয়ে দেবে যাতে করে আসল নির্মাতাদের কনটেন্ট ফেসবুক ফিডে যথেষ্ট পরিমাণে দৃশ্যমান হয়, ঠিক যেমনটা তাঁদের প্রাপ্য। অচিরেই এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হবে বলে মেটার তরফ থেকে জানা গেছে।

নকল, ভুয়া ও চুরি করা কনটেন্টের বিরুদ্ধে মেটা কঠোর অবস্থান নিলেও যারা মৌলিক কনটেন্ট তৈরি করেন তাঁদের এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। মেটার শাস্তিমূলক ব্যবস্থা থেকে রক্ষা পেতে নতুন ক্রিয়েটররা বেশ কিছু পন্থা অবলম্বন করতে পারেন: মৌলিক কনটেন্ট তৈরি করা, পোস্টে গল্প বলা, জলছাপ বা ওয়াটারমার্কের ব্যবহার এড়িয়ে চলা, এবং উচ্চ-মানের, আকর্ষণীয় ক্যাপশন ব্যবহার করা।

তথ্যসূত্র: ম্যাশেবল

মন্তব্য করুন


Link copied