আর্কাইভ  সোমবার ● ১৩ মে ২০২৪ ● ৩০ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   সোমবার ● ১৩ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীর ডোমার পৌর আওয়ামী লীগের সেক্রেটারী গ্রেপ্তার       নীলফামারীর একটি প্রতিষ্ঠানের দুইজন শিক্ষার্থী পাস করেনি এসএসসিতে        ৪ দশমিক ৮৯ পেয়ে উত্তীর্ণ, জিপিএ ৫ না পাওয়ায় নীলফামারীতে আত্মহত্যা ছাত্রের       রংপুরে কিশোর গ্যাংয়ের মূলহোতা মেরাজ গ্রেফতার       দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশ করেনি চারটি বিদ্যালয়ের কোন  শিক্ষার্থী      

 width=
 

রংপুরে জমজমাট গ্রীষ্মকালীন কবিতা উৎসব 

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, সকাল ০৯:৫৬

সংবাদ বিজ্ঞপ্তি: রংপুরে অনুষ্ঠিত হলো কবিতা ছড়া গানে মুখরিত জমজমাট গ্রীষ্মকালীন কবিতা উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় কবিদের সংগঠন “কতিপয় কবিতাকর্মী” স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মনোজ্ঞ উৎসবের আয়োজন করে।  

সাহিত্য পত্রিকা অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদাৎ এর সভাপতিত্বে আয়োজিত উৎসবে বিশেষ অতিথি ছিলেন, কবি তৌহিদা খাতুন, শিক্ষাবিদ ডক্টর নাসিমা আকতার,, লেখক আজহারুল ইসলাম আল আজাদ, রংপুর সাহিত্য একাডেমির সভাপতি হাই হাফিজ ও লেখক খন্দকার মাহফুজার রহমান।  

উৎসবে রংপুর লেখক সংসদের সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ্ মঙ্লদীপ সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কামরুজ্জামান মিলন, রংপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক শাহ্ আলম, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, বাংলাদেশ জনস্বাস্থ্য আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল আহমেদ ও বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ।   বর্ণাঢ্য  এই উৎসবে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং সংগীতে অংশ নেন  নাহিদা ইয়াসমিন, মেকাদ্দেস এ রাব্বি, এইচ বি লাভলী, নজরুল মৃধা,লিনা রহমান, আব্দুল মমিন, কামরুন লায়লা জেসি, তোফায়েল আহমেদ, আরিফুজ্জামান, ময়না মনি, নক্ষত্র, পূর্ণতা, এমাদউদ্দিন আহমেদ, পারভিন আক্তার, মোক্তার হোসেন, তৈয়বুর রহমান বাবু, বাদল রহমান, শেখ সাদি, শামিমা আখতার, অহিদুল ইসলাম, মনিরুজ্জামান, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, ইয়ামিন বসুনিয়া, সাব্বির হোসেন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন শিশির, সাখাওয়াত হোসেন সোহাগ,  মেহেদী মাসুদ, মাসুম মোরশেদ, আফরোজা বেগম,  সওদা খানম মিনু, দিনাজী সিরাজ, রেজিনা সাফরিন, বজলুর রশিদ, আজিজুল ইসলাম, লুৎফর রহমান সাজু,  মোরশেদ সারওয়ার জুয়েল, আখতারুজ্জামান সবুজ, সেলিনা সাত্তার শেলী, শহরিয়া সিদ্দিকী, ময়নুল ইসলাম , ও আল আমিন প্রমুখ। 

উৎসবের শুরুতে সদ্য প্রয়াত কবি এ এইচ এম আব্দুর রহিম ও লেখক কলামিস্ট মাহমুদ ইলাহী মন্ডলের স্মৃতির স্মরণে দাঁড়িয়েএক মিনিট শ্রদ্ধা জানানো হয়। 

পুরো আয়োজনটি উপস্থাপন করেন কতিপয় কবিতা কর্মী সংগঠনের আহবায়ক কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম।

মন্তব্য করুন


 

Link copied