নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে আমের নতুন মৌসুম। বেড়ে উঠছে গুটি। গাছ পরিচর্যা চলছে জোরেশোরে। এরই মধ্যে রাজশাহী অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। তরতাজা হয়ে উঠেছে আমের গুটি। কখনো থেমে থেমে, আবার কখনও হালকা; আবার কখনও মাঝারি বৃষ্টিপাতে হাসি ফুটেছে চাষির মুখে।
জানা যায়,...