আর্কাইভ  বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫ ● ২৭ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
রংপুর বিভাগীয় ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

রংপুর বিভাগীয় ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা

রাতভর অভিযানেও উদ্ধার হয়নি শিশু সাজিদ

রাতভর অভিযানেও উদ্ধার হয়নি শিশু সাজিদ

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

প্রার্থী পরিবর্তনের দাবিতে পার্বতীপুরে মহাসড়ক অবরোধ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ০৩:১৬

Advertisement

রুকুনুজ্জামান পাবর্তীপুর, প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে ব্যারিস্টার কামরুজ্জামানের নাম ঘোষণার প্রতিবাদ এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ প্রতিবাদে  ও সড়ক পথ অবরোধ ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে চত্বরে বিক্ষোভ প্রতিবাদ ও সমাবেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সড়ক পথ অবরোধে পার্বতীপুর থেকে  সৈয়দপুর, দিনাজপুর ফুলবাড়ী ও রংপুরগামী পরিবহন যোগাযোগ বন্ধ হয়ে যায়, এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন,পার্বতীপুর থেকে তেল সরবরাহ বন্ধ থাকে

জানা গেছে, প্রথম ধাপে বিএনপি ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা দিলেও স্থগিত রাখা হয় দিনাজপুর- ৫ আসনটি। গত ০৪ ডিসেম্বর এ আসনে দলীয় প্রার্থী হিসেবে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের নাম ঘোষণার পরেই অস্থিতিশীল হয়ে এ আসন। আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, প্রতিবাদ সভা, সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানান কেন্দ্রীয় কমিটির সদস্য
দিনাজপুর জেলা কমিটির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের কর্মী, সমর্থক ও ভোটার ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা।

বুধবার রাতে পুরো উপজেলায় মাইকিং এর মাধ্যমে বিএনপি'র পক্ষ থেকে সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দেয়া হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে শহরের নতুন বাজারের কাপড় মার্কেট, স্বর্ণপট্টী, মনিহারিপট্টিসহ সকাল দোকান পাট বন্ধ রেখে সমর্থন প্রকাশ করেন ব্যবসায়ীরা। সেই সাথে পাবতীপুরে অবস্থিত জ্বালানী তেল সরবরাহের রেল হোড অয়েল ডিপো থেকে উত্তরের আট জেলায় তেল সরবরাহ সকাল ৯টা থেকে বন্ধ করে দেয়া হয়। সেই সাথে কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্বরে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করলে পার্বতীপুরের সাথে সড়ক পথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সংবাদ পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন ঘটনাস্থলে পৌঁছিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মন্জুরুল আজিজ পলাশ, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied