নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দলের সদস্য সচিব আখতার হোসেন এসব আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
রংপুর বিভাগে মনোনয়ন পেলেন যারা
১. পঞ্চগড়–১: মো. সারজিস আলম ২. ঠাকুরগাঁও–২: মো. রবিউল ইসলাম ৩. ঠাকুরগাঁও–৩: মো. গোলাম মর্তুজা সেলিম ৪. দিনাজপুর–৩: আ হ ম শামসুল মুকতাদির ৫. দিনাজপুর–৫: ডা. মো. আব্দুল আহাদ ৬. নীলফামারী–২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন ৭. নীলফামারী–৩: মো. আবু সায়েদ লিয়ন ৮. লালমনিরহাট–২: রাসেল আহমেদ ৯. লালমনিরহাট–৩: মো. রকিবুল হাসান ১০. রংপুর–১: মো. আল মামুন ১১. রংপুর–৪: আখতার হোসেন ১২. কুড়িগ্রাম–১: মো. মাহফুজুল ইসলাম ১৩. কুড়িগ্রাম–২: ড. আতিক মুজাহিদ ১৪. কুড়িগ্রাম–৩: ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি ১৫. গাইবান্ধা–৩: মো. নাজমুল হাসান সোহাগ ১৬. গাইবান্ধা–৫: ডা. আ. খ. ম. আসাদুজ্জামান