নিউজ ডেস্ক: কিস্তির টাকার জন্য ঋণগ্রহীতা গৃহবধূর সেই হাঁস চার দিন পর ফেরত দিলেন টিএমএসএস এনজিওর কর্মকর্তারা। এ ঘটনাটি টিএমএসএস এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন তদন্ত করেছে। হাঁস ধরে নিয়ে যাওয়ার সত্যতা পেয়ে এনজিওর মাঠকর্মী ফিরোজ খাঁনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) টিএমএসএস এনজিওর গৌরনদী শাখার ম্যানেজার মো. রাজেক ইসলাম ও ফিল্ড সুপারভাইজার মো. আরাফাত, মো. সুজন মিয়া উপজেলার ফুলশ্রী গ্রামের ঋণগ্রহীতা গৃহবধূ হাফিজা খানমের কিস্তির টাকার পরিবর্তে ধরে নিয়ে যাওয়া সেই চিনা হাঁসটি বাড়িতে এসে ফেরত দেন।
এ ঘটনা যুগান্তরে প্রকাশের পরে টিএমএসএস এনজিওর বরিশাল বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা মো. সফিউর রহমান, মাদারীপুর জোনাল কর্মকর্তা মো. মিজানুর রহমান, বরিশাল জোনাল কর্মকর্তা আবুল কালাম আজাদসহ চারজন কর্মকর্তা সরেজমিন তদন্তের জন্য ঋণগ্রহীতা গৃহবধূ হাফিজা খানমের বাড়িতে আসেন। এ সময় তারা হাফিজা খানম, তার স্বামী মুরাদ হোসেন ও স্থানীয়দের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। এ ঘটনায় অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খানকে ১১ ডিসেম্বর সামায়িক বরখাস্ত করা হয়েছে।