নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেলে পদ্মা নদীর নারায়নপুর ইউনিয়নের শেষ প্রান্তে বাতাসমোড় এলাকা থেকে শফিকুলের ও দূলভপুর ইউনিয়নের দায়পাড়া এলাকা থেকে সেলিমের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দুজন হলেন—শফিকুল ইসলাম (৪৫) ও সেলিম আলী (৩৫)। সফিকুল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং সেলিম রেজা একই এলাকার মোহাম্মদ মুর্তুজার ছেলে।
নিহত সেলিমের স্বজন মনাকষা ইউনিয়নের ইউপি সদস্য সমির আলী দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা কেন পদ্মায় গিয়েছিলো এ বিষয়ে তিনি কিছুই বলতে চাননি।
তবে সীমান্তের একাধিক সূত্রের দাবি, গত বৃহস্পতিবার গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময়ই বিএসএফের ধাওয়া বা নির্যাতনেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তারা জানান, পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে দ্রুত দাফনের প্রস্তুতিও নিয়েছিল। তবে জানাজানি হওয়ায় বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, সীমান্ত পিলার ৪/২এস হলে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে পদ্মা নদীতে দুইজনের মরদেহ ভাসমান অবস্থায় বিজিবি সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে জানালে তারা উদ্ধার করে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য নিয়ে যায়। তবে মৃত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে বিজিবির সঙ্গে কোন প্রকার যোগাযোগ করা হয়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ করছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।