আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

নগরবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া
রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

রংপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, দুপুর ০২:৩৫

Advertisement

মমিনুল ইসলাম রিপন: রংপুরের পীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মোঃ মিজানুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
মঙ্গলবার (২৫ নভেম্বর) রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এ রায় ঘোষণা করেন।
 
দায়রা মামলা নং-৬৫৫/২০১৯ (সূত্র: জি.আর মামলা নং-১১৫/২০১৪; পীরগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ: ০১/০৪/২০১৪) অনুসারে, আসামি মিজানুর রহমান (৪০)-কে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 
এ ঘটনায় সাক্ষীকে আহত করার দায়ে খাদেমুল ইসলাম-কে ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। মামলার অন্যান্য আসামিকে খালাস দেওয়া হয় এবং মামলার আরেক আসামি মাহফুজার রহমান মৃত্যুবরণ করায় তাকে আগেই অব্যাহতি দেওয়া হয়।
 
২০১৪ সালের ১ এপ্রিল সকাল ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর মৌজার ৩২৪১ দাগের জমিকে কেন্দ্র করে বিরোধের সূত্র ধরে সংঘর্ষ ঘটে। জমিতে প্রবেশ করে আসামি মিজানুর রহমান চাইনিজ কুড়াল দিয়ে আব্দুল হালিম মিয়ার মাথায় আঘাত করেন এবং আসামি মাহফুজার রহমান লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হালিমের মৃত্যু হয়।
একই ঘটনায় সাক্ষী মেহের নিগার-কেও আঘাত করেন আসামি খাদেমুল ইসলাম। এরপর নিহতের ভাই মোঃ আঃ রহিম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
 
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আফতাব উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়া চলছিল। আমরা মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করেছি। আদালত সত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে বিশ্বাস করে ন্যায়বিচারপূর্ণ রায় দিয়েছেন। এই রায়ের মধ্য দিয়ে নিহত আব্দুল হালিমের পরিবার ন্যায়বিচার পেয়েছে।”
 
১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মনে করেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মিজানুর রহমান হত্যার দায়ে দণ্ডিত হওয়া যুক্তিযুক্ত।
 
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মোঃ আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোঃ আব্দুর রশীদ চৌধুরী।

মন্তব্য করুন


Link copied