আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

নগরবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া
রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

রংপুরে উপদেষ্টা শারমীন মুরশিদ

নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোকেই সামনে থেকে ভূমিকা নিতে হবে

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, বিকাল ০৬:৩০

Advertisement

মমিনুল ইসলাম রিপন: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে, তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার সবচেয়ে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।
 
মঙ্গলবার (২৫ নভেম্বর) রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে “নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার” অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে, নির্বাচন কমিশনও আশ্বস্ত করেছে। ত্রুটি-বিচ্যুতি গণমাধ্যম তুলে ধরবে। তবে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে কি না—তা মূলত নির্ভর করবে রাজনৈতিক দলের আচরণ, সহনশীলতা ও দায়িত্বশীলতার ওপর।
 
শারমীন এস মুরশিদ আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো এমন পরিবেশ গড়ে তুলবে যাতে রাষ্ট্রকে অতিরিক্ত চাপ নিতে না হয়।
 
দেশব্যাপী জেলা প্রশাসক পরিবর্তন নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় সব ইস্যুতেই বিতর্ক তৈরি হয়। এসব নিয়েই থেমে থাকলে চলবে না—সরকার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।
 
জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সব শহীদ ও আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শারমীন এস মুরশিদ বলেন, তরুণদের নেতৃত্বে এ আন্দোলন দেশকে নতুন পথে এনেছে।
 
নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিটি পাড়ায় প্রহরী ব্যবস্থা গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।
 
তিনি আরও জানান, নির্যাতনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে “কুইক রেসপন্স কৌশল” গ্রহণ করা হয়েছে—যার মাধ্যমে যেকোনো ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীর কাছে পৌঁছে যাওয়ার কাঠামো তৈরি হচ্ছে।
 
অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মো. এনামুল আহসানসহ সমাজসেবা ও নারী-শিশু মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied