আর্কাইভ  শনিবার ● ১৬ আগস্ট ২০২৫ ● ১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৬ আগস্ট ২০২৫

নীলফামারীতে নানা আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, বিকাল ০৫:০৬

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে শনিবার(১৬ আগষ্ট) বেলা ১২টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী কালিমাতা কালিবাড়ি মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। শ্রী শ্রী কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্টের আহবায়ক প্রবীর গুহ রিন্টু, মন্দির কমিটির কোষাধ্যক্ষ মনন সরকার, সহ-সাধারণ সম্পাদক ঝন্টু ভৌমিক প্রমুখ।

শ্রী শ্রী কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা জানান, ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের মিলনপল্লী, শিবমন্দির, দেবীরডাঙ্গাসহ বিভিন্ন মিন্দর থেকে ভক্তরা মঙ্গল শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে একত্রিত হন। এরপর সেখান থেকে সকলের অংশগ্রহনে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। 

মন্তব্য করুন


Link copied