 
                                                                        
                                                                        
                                        
নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় কার্তিক চন্দ্র রায় (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরদিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিহতের ছেলে ককিল চন্দ্র রাণীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় হরি কিশোর, তপন চন্দ্র, ডালিম চন্দ্র, নবদেব ও রতন চন্দ্রকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিক চন্দ্র রায়ের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
স্বজনদের অভিযোগ, একই গ্রামের হুদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে কার্তিক ও তার ছেলে ককিল চন্দ্রকে হয়রানি করে আসছিল। সোমবার রাতেও শ্যালো মেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।
রাণীশংকৈল থানার ওসি মো. আরশেদুল হক জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’