আর্কাইভ  মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪ ● ৭ কার্তিক ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: উত্তরবঙ্গে ঘনিয়ে আসছে শীত; তাপমাত্রা ১৭.৮       আড়াই শতাধিক এসআইকে অব্যাহতি       প্রবাসী সরকার: কী বলছে আ.লীগ ও ভারত       রংপুরে রাষ্ট্রপতির পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল        ব্যারিস্টার সুমন আটক      

 width=
 

জলঢাকায় জুয়া খেলার দায়ে দুই পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭

মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩, বিকাল ০৭:০৩

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর জলঢাকায় জুয়া খেলার দায়ে দুই পৌর কাউন্সিলরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার(১৬ জানুয়ারী) রাতে জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 
আটককৃতরা জলঢাকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিল হাবিবুর রহমান মন্টু (৫২), ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতলেবুর রহমান (৩৮), মাথাভাঙ্গা এলাকার সাইফুর রহমান পিকু (৪২), তাপস রায় (৪১), রবিউল ইসলাম (৫০), আবদুর রহিম (৫২) ও রেজাউল করিম রাজু(৪০)। 
আজ মঙ্গলবার(১৭ জানুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। 
নীলফামারী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখেরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা এলাকার ভাড়া বাড়িতে রেজাউল করিম রাজু বিভিন্ন সময় জুয়ার আসর বসাতেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় দুজন পৌর কাউন্সিলরসহ সাতজনকে আটক করে। 
জলঢাকা থানার ওসি ফিরোজ কবীর বলেন, অভিযুক্তদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার(১৭ জানুয়ারী) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন


 

Link copied