আর্কাইভ  বুধবার ● ৬ নভেম্বর ২০২৪ ● ২২ কার্তিক ১৪৩১
আর্কাইভ   বুধবার ● ৬ নভেম্বর ২০২৪
 
 width=
 


 

 

‘প্রস্তুত হচ্ছে’ ইউরোপীয় ইউনিয়ন

‘প্রস্তুত হচ্ছে’ ইউরোপীয় ইউনিয়ন

বড় ব্যবধানে জিতবেন, বললেন ট্রাম্প

বড় ব্যবধানে জিতবেন, বললেন ট্রাম্প

মার্কিন ভোট ॥ তাকিয়ে বিশ্ব

মার্কিন ভোট ॥ তাকিয়ে বিশ্ব

মার্কিন প্রেসিডেন্ট কে হলেন, জানা যাবে ঠিক কখন

মার্কিন প্রেসিডেন্ট কে হলেন, জানা যাবে ঠিক কখন

 
 width=
 
শিরোনাম: ঢাকায় বজ্রসহ শিলাবৃষ্টি       ‘প্রস্তুত হচ্ছে’ ইউরোপীয় ইউনিয়ন       বড় ব্যবধানে জিতবেন, বললেন ট্রাম্প       মার্কিন ভোট ॥ তাকিয়ে বিশ্ব       ১০০ কোটি নাকি অন্য ইস্যুতে আটক শমী কায়সার      

 

তিস্তার স্রোতে ভেসে আসছে অস্ত্রও

শনিবার, ৭ অক্টোবর ২০২৩, বিকাল ০৭:০৪

নদীতে এত বারুদ! এত অস্ত্র! তিস্তা নদীর পাড়ে হাজির পুলিশ কর্মকর্তাদেরও চোখেমুখে বিস্ময়। কারণ, নদীর পানিতে ভাসছে যুদ্ধ সরঞ্জাম। গত দু’দিন পাহাড় থেকে মরদেহ ভেসে আসে তিস্তার স্রোতে। সেই সঙ্গে ভাসিয়ে আনছে মর্টার, সাধারণ শেল, লঞ্চারের শেল, গ্রেনেড, কার্তুজ। একটা-দু’টো নয়, প্রচুর বিস্ফোরক ভেসে আসছে তিস্তা নদী দিয়ে।

গত বৃহস্পতিবার ক্রান্তিতে এমনই একটি মর্টার শেল বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। রাজ্য প্রশাসনের একটি সূত্র থেকে বলা হয়, বিস্ফোরক যে ভেসে আসতে পারে, তা নিয়ে আগাম কোনো বার্তা তাদের কাছে আসেনি। পেলে সময়মতো সতর্কতা নেওয়া যেত। 

এ দিন অবশ্য সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হয় বিষয়টি নিয়ে। বিস্ফোরক উদ্ধারের খবর পেলেই এ দিন পুলিশ এবং সেনা, দু’তরফ থেকেই এলাকায় গিয়ে সরেজমিনে দেখা হয়। সূত্রের দাবি, সেবক থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তায় একাধিক জায়গা থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক, স্বয়ংক্রিয় অস্ত্র, রেডার, নাইট্রোজেন সিলিন্ডার, হ্যান্ড-হেল্ড থার্মাল ডিভাইস, দূরবীন, ছোট লঞ্চারও উদ্ধার হয়েছে।
প্রাথমিকভাবে এগুলো সবই সিমিক সেনাবাহিনীর বলেই মনে করা হচ্ছে। বুধবার ভোরে হড়পা বানে ভেসে যায় সিকিমের একটি সেনা ছাউনি। সেখানে জওয়ানদের অনেককে তো বটেই, স্রোত ভাসিয়ে দিয়েছে বেশ কিছু অস্ত্র। নদী থেকে তাই অস্ত্রের সঙ্গে উদ্ধার হচ্ছে জওয়ানদের দেহও। কয়েকটি দলে ভাগ হয়ে জওয়ান-কর্মকর্তারা সহকর্মীদের দেহ এবং অস্ত্র-বিস্ফোরক উদ্ধারে নেমেছেন। উদ্ধার করা একের পর এক বিস্ফোরক তিস্তার পাড়েই নিষ্ক্রিয় করা হচ্ছে বা বিস্ফোরণ করা হচ্ছে। প্রচুর যুদ্ধ সরঞ্জাম নদী দিয়ে ভেসে চলায় উদ্বেগে রয়েছে জেলা পুলিশও। নদী পাড়ের বাসিন্দাদের হাত ঘুরে সেগুলো অবাঞ্ছিত কারও হাতে চলে যাবে কি না, তা নিয়েও আশঙ্কা আছে।

অভিযোগ, বৃহস্পতিবার নদী থেকে পাওয়া শেল তুলে এনে ভাঙার চেষ্টা করেছিলেন বিভিন্ন এলাকার অনেকেই। তা করতে গিয়ে বিস্ফোরণে ক্রান্তিতে এক শিশুর মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও পাঁচ জন। শুক্রবার জলপাইগুড়ি, ক্রান্তি, মালবাজার, ময়নাগুড়ি থেকে মেখলিগঞ্জের তিস্তার পাড়ে, কখনও বা নদী থেকে অনেকটা দূরে ফাঁকা জায়গায় শেল, মর্টার, নাইট্রোজেন সিলিন্ডার পড়ে থাকতে দেখা গিয়েছে। নদীতে বিস্ফোরক-অস্ত্র দেখে যাতে হাত না দিয়ে দ্রুত স্থানীয় থানায় খবর দেওয়া হয়, সমাজমাধ্যমে সেই প্রচার চালাচ্ছে পুলিশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন


 

Link copied