 
                                                                        
                                                                        
                                        
 দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরের বিরামপুরের ভেটাই গ্রাম থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার আটক রাসেল ইসলামকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাসেল ইসলাম (২১) বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভেটাই গ্রামের হাসানুজ্জামান বিপ্লবের ছেলে। 
জানা গেছে, বাড়ির উঠানে গাঁজা গাছ রোপণ করে রাসেল ওই গাছের পাতা বিক্রি করে আসছিল। খবর পেয়ে বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভেটাই গ্রামের হাসানুজ্জামান বিপ্লবের ছেলে রাসেল ইসলাম (২১) এর বাড়িতে অভিযান চালান। এসময় রাসেলের নিজ বাড়ির উঠানে রোপনকৃত একটি ১২ফুট উচ্চতার গাঁজার গাছসহ রাসেল ইসলামকে আটক করে। এ ঘটনায় বিরামপুর থানায় মামলা হয়েছে।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত রাসেলকে বৃহস্পতিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।