আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই

রংপুরে ডা. এ জেড এম জাহিদ
বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

নতুন মামলায় গ্রেফতার ইনু-পলক-কামালসহ চারজন

বুধবার, ২৫ জুন ২০২৫, দুপুর ০৪:২৫

Advertisement

নিউজ ডেস্ক: জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া পৃথক দুটি মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি এ সংক্রান্ত আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন সকালেই আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পৃথক মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

এর আগে আদালত আসামিদের উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য এ দিন ঠিক করেন।

কোন মামলায় কে গ্রেফতার

রমজান মিয়া হত্যা মামলা: ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন রমজান মিয়া। ওইদিন সকাল ১০টার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনার প্রায় ১০ মাস পর, চলতি বছরের ২৬ মে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় ইনু ও পলককে গ্রেফতার দেখানো হয়েছে।

আলভী হত্যা মামলা: ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে আন্দোলনে অংশ নেয় নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী। বিকেল ৪টার দিকে গুলিবিদ্ধ হয়ে আহত হয় সে। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় এই কিশোরের। এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কামাল আহমেদ মজুমদারকে।

শামিম মিয়া হত্যাচেষ্টা মামলা: গত বছর ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকা থেকে শাহবাগমুখী মিছিলে অংশ নেন মো. শামিম মিয়া। দুপুর ১২টার দিকে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তিনি গুলিবিদ্ধ হন। চারটি গুলি শরীরে বিদ্ধ হয় এবং তিনি গুরুতর আহত হন। চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন শামিম।  

চলতি বছরের ২২ জানুয়ারি তিনি নিজেই ভাটারা থানায় মামলা করেন। এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক ডিএমপি কর্মকর্তা শহিদুল্লাহকে।

মন্তব্য করুন


Link copied