আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেব: শমসের মবিন

বুধবার, ৮ নভেম্বর ২০২৩, দুপুর ০২:৪৪

Advertisement Advertisement

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি অংশ নেবে জানিয়ে দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বলেছেন, ‘আমরা তৃণমূল বিএনপিতে যোগদান অনুষ্ঠানের মধ্যদিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব।’

আজ বুধবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে তৃণমূল বিএনপিতে যোগদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে শমসের মবিন বলেন, ‘আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাসী নই। আগুন সন্ত্রাস করে কোনো সমাধান আসে না।’

তিনি বলেন, ‘বাংলার মানুষ একটি নতুন ধরনের রাজনীতি দেখতে চায়। কেউ বিদেশে একের পর এক ভবন করবে, আর কেউ বাজারে গিয়ে আলু কিনতে পারবে না তা হতে পারবে না। তৃণমূল বিএনপি তৃণমূলের জন্য। সাধারণ জনগণ, যারা দিন আনে দিন খায় তাদের জন্য।’

এ সময় তিনি ফিলিস্তিনে হামলার নিন্দা জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক ডজন নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগ দেন। তারা অনেকেই আওয়ামী লীগ, বিএনপির ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের সাবেক নেতা। তবে তারা তেমন পরিচিত মুখ নন। এর মধ্যে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও সাবেক ব্যাংক কর্মকর্তারাও রয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকার, দলের নির্বাহী চেয়ারপার্সন এ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা প্রমুখ।

উল্লেখ্য, তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা। তিনি ১৯৯১ ও ২০০১ সালে দুই দফায় খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। তবে ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনএফ নামে নতুন দল গঠন করেন। পরে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক দলও গঠন করেন নাজমুল হুদা। এরপর ‘তৃণমূল বিএনপি’ গঠন করেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে। কমিশন তখন তাদের নিবন্ধন দেয়নি। পরে দলটি আদালতের দ্বারস্থ হয়। উচ্চ আদালতের নির্দেশে গত ফেব্রুয়ারিতে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয় ইসি। নিবন্ধন পাওয়ার কয়েক দিনের মাথায় নাজমুল হুদা মারা যান।

মন্তব্য করুন


Link copied