স্টাফরিপোর্টার,নীলফামারী॥ “প্লাস্টিক দুষণ সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত হয়েছে। সোমবার(৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এ সময় পরিবেশ উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনটি প্রতিষ্ঠান দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা, পরিবেশ উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন এ্যাসোসিয়েশন, অন্নপূর্ণা এগ্রো সার্ভিস ও শিশু কিশোরদের পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম (ডাবলু)।
অপর দিকে দিবসটি ঘিরে সচেতন নাগরিক কমিটি (সনাক) কর্তৃক আয়োজিত নীলফামারীর পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে “প্লাস্টিক দূষণ সমাধানে আমাদের করণীয়” বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ওই বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে যথাক্রমে ১০ম শ্রেণির শিক্ষার্থী গৌরি দাস, ৯ম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা ও ৯ম শ্রেণির শিক্ষার্থী জুবাইদা আক্তার।
পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায়ের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক সভাপতি তাহমিনুল হক ববী, সহসভাপতি মিজানুর রহমান লিটু, এসিজি সহ-সমন্বয়ক গীতা রানী রায়। সনাক এর পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।