আর্কাইভ  শনিবার ● ১১ অক্টোবর ২০২৫ ● ২৬ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই

রংপুরে ডা. এ জেড এম জাহিদ
বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

নীলফামারীতে শুরু হলো দশদিন ব্যাপী বিসিক বিজয় মেলা

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, রাত ১০:১৯

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে দশদিন ব্যাপী ‘বিসিক বিজয় মেলা’ শুরু হয়েছে। মঙ্গলবার(১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বড়মাঠে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পণ্যের প্রচার ও প্রসারের জন্য এই মেলা বিশেষ ভুমিকা পালন করবে। তিনি বলেন, এই মেলা উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদান রাখবে। এ রকম মেলার ফলে মানুষ জানতে পারছে স্থানীয় ভাবে উৎপাদিত নানা পণ্য। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে যোগান দেবে উদ্যোক্তাদের এই পণ্য। 
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর। 
উদ্বোধন শেষে মেলায় স্থান পাওয়া স্টল সমুহ পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক বলেন, ৫০টি স্টলে উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শণ করছে। প্রতিদিন সন্ধ্যার পর মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইডস। আগামী ২৭ ডিসেম্বর মেলার সমাপ্তি হবে। 

মন্তব্য করুন


Link copied