আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

নীলফামারীতে শুরু হলো দশদিন ব্যাপী বিসিক বিজয় মেলা

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, রাত ১০:১৯

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে দশদিন ব্যাপী ‘বিসিক বিজয় মেলা’ শুরু হয়েছে। মঙ্গলবার(১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বড়মাঠে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পণ্যের প্রচার ও প্রসারের জন্য এই মেলা বিশেষ ভুমিকা পালন করবে। তিনি বলেন, এই মেলা উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদান রাখবে। এ রকম মেলার ফলে মানুষ জানতে পারছে স্থানীয় ভাবে উৎপাদিত নানা পণ্য। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে যোগান দেবে উদ্যোক্তাদের এই পণ্য। 
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর। 
উদ্বোধন শেষে মেলায় স্থান পাওয়া স্টল সমুহ পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক বলেন, ৫০টি স্টলে উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শণ করছে। প্রতিদিন সন্ধ্যার পর মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইডস। আগামী ২৭ ডিসেম্বর মেলার সমাপ্তি হবে। 

মন্তব্য করুন


Link copied