আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

পঞ্চগড়ে মহাসড়কে যানবাহনের গতিরোধ করে রাস্তা পার হতে সহায়তা করলেন সেনাবাহিনী

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, রাত ০৮:৫৮

Advertisement Advertisement

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা র্নিবিঘ্নে সম্পন্ন করা সহ কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরীক্ষার্থীদের র্নিবিঘ্নে ঘর ফেরা নিশ্চিত করতে পঞ্চগড়ে জাতীয় মহাসড়কে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এসময় সড়ক দূর্ঘটনা এড়াতে মহাসড়কের উভয় পাশে সকল প্রকার যানবাহনের গতিরোধ করে পরীক্ষার্থীদের রাস্তা পারাপারে সহায়তা করেন তারা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পঞ্চগড়র বিপি সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের বাইরে সেনা সদস্যরা অবস্থান নেন। সেনাবাহিনী বলছে পরীক্ষার্থীদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করার লক্ষে এই অভিযান। এতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পঞ্চগড় সদর থানা পুলিশ, ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শেষের এক ঘন্টা আগে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে পুলিশের পাশাপাশি অবস্থান নেয় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এসময় রাস্তার যানজট নিরসন করে কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা অভিভাবকদের নিরাপদ স্থানে অবস্থান নেয়ার অনুরোধ জানান। একই সাথে পরীক্ষা শেষের সাথে সাথে দুপুর ১টায় জাতীয় মহাসড়কের উভয় পাশে যাতায়াতরত সকল যানবাহনের গতিরোধ করে রেখে পরীক্ষার্থীদের র্নিবিঘ্নে ঘর ফেরা নিশ্চিত করেন।

পঞ্চগড় সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জাহিদ বলেন, আজকে আমরা পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় সহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা দায়িত্বে রয়েছে। আজকে শুধু না, পঞ্চগড় জেলার নিরাপত্তায় আমরা কাজ করে যাচ্ছি। আজকের কাজটি মূলত ট্রাফিক কন্ট্রোল করা। যেহেতু জেলার গুরুত্বপূর্ণ এই দুই প্রতিষ্ঠান মহাসড়কের পাশে তাই পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সড়ক দূর্ঘটনা এড়াতে এবং পরীক্ষার্থীদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করার লক্ষে এই অভিযান পরিচালনা করছি।

মন্তব্য করুন


Link copied