আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি সৈয়দপুরে ফল ব্যবসায়ীদের মানববন্ধন 

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫, দুপুর ০৩:২৯

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ আমদানি করা ফলমূলকে বিলাসি পন্য হিসেবে গণ্য করে জাতীয় রাজস্ব বোর্ড ফলমূলের ওপর ১৩৬ শতাংশ শুল্ক বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাইকারি ও খুচরা ফল ব্যবসায়ী সমিতি। 
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শহরের পাঁচমাথা মোড়ে বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস্ ইম্পোর্টার্স এসোসিয়েশনের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। 
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস্ ইমপোর্টার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পাইকারি ফল ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম। এসময় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব বাদশা মিয়া, ব্যবসায়ী জানে আলম, জিকরুল হোসেন জয় প্রমুখ। 
বক্তারা বলেন, তাজা ফলমূল অন্যান্য খাদ্যের মতই পুষ্টি ও স্বাস্থ্যকর। এসব ফল রোগীদের জন্য যেমন উপকারি তেমনি পুষ্টি থাকায় আমাদের দেশে চাহিদা অনেক বেশি। কিন্তু ৬০/৬৫ ভাগ ফল বিদেশ থেকে আমদানি করতে হয়। এ ব্যবসার সাথে সারাদেশে ৩০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ফল আমদানির মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অথচ জাতীয় রাজস্ব বোর্ড আমদানি করা ফলমূলের ওপর শুল্ক বৃদ্ধি করায় ব্যবসা আমাদের ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারীর মধ্যে বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে ৪ ফেব্রুয়ারী থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সকল স্থল ও নদী বন্দর হতে আমদানি করা তাজা ফল খালাস বন্ধ থাকবে বলে হুশিয়ারি দেন তারা। 
এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে সম্পূরক শুল্ক ছিল ৮৯.৩২ শতাংশ। ২২-২৩ অর্থবছরে তা হয়েছিল ১১৩.৮০ শতাংশ, ২৪-২৫ অর্থবছরে ১১৮ ৮০ শতাংশ। একই অর্থবছরে ৯ জানুয়ারি জারীকৃত ১৩৬ নম্বর এসআরও এর আলোকে ১৩৬.২০ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied