 
                                                                        
                                                                        
                                        
নিজস্ব প্রতিবেদক : রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ারুল ইসলামের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার সকালে ১২ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে আনোয়ারুল ইসলাম এক ব্যক্তির সঙ্গে ইয়াবা সেবন করছেন।
 
স্থানীয় একাধিক ব্যক্তি, নাম প্রকাশ না করার শর্তে, জানিয়েছেন— আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা দ্রুত তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।
 
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে আনোয়ারুল ইসলামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 
সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের প্রশাসক আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকালে ভিডিওটি দেখেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
 
রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, “ভিডিওটি দেখেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”