মমিনুল ইসলাম রিপন: রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে নিহত অটোচালক মানিক মিয়া হত্যা মামলায় মঞ্জুরুল ইসলাম(৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মঞ্জুরুল নগরীর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য।
শুক্রবার(১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি
নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান। তাকে নগরীর দর্শনা এলাকার নিজ বাড়ি থেকে রাত ৩ টার সময় গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, মঞ্জুরুল ইসলাম অটোচালক মানিক মিয়া হত্যা মামলার এজাহার নামীয় ৫৩ নং আসামি। তিনি নগরীর তাজহাট থানার দূর্গাপুর এলাকার মোবারক আলীর ছেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পলাতক ছিলেন।
গ্রেফতার মঞ্জুরুল ইসলাম কে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।